মার্কআপ স্কুল সম্পর্কে
মার্কআপ স্কুল হচ্ছে তথ্য প্রযুক্তি বিষয়ক একটি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট সহ আধুনিক তথ্য-প্রযুক্তি বিষয়ক বাংলা ভাষায় প্রচুর টিউটোরিয়াল রয়েছে। ওয়েবসাইট নিয়ে প্রয়োজনীয় সকল টিউটোরিয়াল এবং টিপস গুলো এখান থেকে সহজে শিখে নেওয়া যাবে। স্কুলের ছাত্র ছাত্রীদেরকে যেভাবে অক্ষরে অক্ষরে সব কিছু শিখানো হয়, আমরা আমাদের টিউটোরিয়াল গুলোতে সেভাবেই সহজ করে শিখাবার চেষ্টা করেছি। প্রতিটি টিউটোরিয়ালে আরটিকেলের পাশাপাশি ভিডিও লিঙ্ক দেওয়া আছে। আরটিকেল পড়ে পূর্ণাঙ্গ বুঝতে না পারলেও ভিডিও টিউটোরিয়াল গুলোতে আরও সহজ এবং বিস্তারিত ভাবে বুঝানো হয়েছে। যাতে একজন শিক্ষার্থী টিউটোরিয়ালের সকল বিষয়বস্তু সহজে বুঝে নিতে পারেন।
উদ্দেশ্য
মার্কআপ স্কুলের উদ্দেশ্য একটাই। যারা শিক্ষিত হয়ে বেকার রয়েছেন, অথবা যারা অনলাইনে কাজ করে ইনকাম করার কথা ভাবছেন, তাদের'কে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট সহ ক্রিয়েটিভ আইটিতে পূর্ণাঙ্গ শিক্ষা প্রদান করা। "শিক্ষা নিয়ে বাণিজ্য নয়" এই স্লোগান'কে সামনে রেখে শতভাগ ফ্রীতে প্রফেশনাল আইটিতে দক্ষ জনশক্তি গড়ে তুলাই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য। এখান থেকে শিখে কেউ যদি ভাল আয় করতে পারেন, সেটাই হবে আমার এবং মার্কআপ স্কুলের সফলতা। তোমরা বড় হও, ভাল থেক। সময় এখন প্রযুক্তির। এই প্রযুক্তিময় পৃথিবীর তুমি যগ্য হয়ে উঠ এটাই আমাদের একান্ত কামনা।
অনুরুধ
মার্কআপ স্কুল থেকে শিক্ষা গ্রহন করার পর আপনি যখন ইনকাম করার চিন্তা করবেন, তখন দয়া করে একটি চিন্তা মাথায় রাখবেন। সেটা হচ্ছে, পর্ণ সাইট বা ১৮ + সাইট সহ মানুষের ক্ষতি হয় এমন কোন কাজের ডিজাইন অথবা ডেভেলপমেন্ট করবেন না। মনে রাখবেন, আপনি হয়তো আজকাল অথবা যেকোন সময় এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, কিন্তু আপনার কাজ এই পৃথিবীতে থেকে যাবে। সুতারাং পৃথিবীতে এমন কোন কিছু রেখে যাওয়া উচিত নয় যা আপনার কবরের আযাব বাড়িয়ে দেবে।
আমি কষ্ট করে মার্কআপ স্কুল তৈরী করেছি, যাতে যে কেউ এখান থেকে শিক্ষা নিয়ে ভাল উপার্জন করতে পারেন। কিন্তু কেউ যদি খারাপ পথে বা পাপ পূণ্য যাচায় না করে উপার্জন করেন, তাহলে আমি সেটার জন্য কোন রকম দায় নেব না। তাই অনুরুধ করছি, দয়া করে এমন কোন কাজ করবেন না, যাতে গুনাহ বা পাপ হয়। কাল ক্বিয়ামতের দিনে আপনার পাপের অংশীদার আমাকে করবে না প্লীজ।
Keep Your Ads Here...
ঐতিহাসিক কালার থিওরি

এইচটিএমএল আইকন

ওয়েবের যত ফন্টস

সিএসএস এনিমেশন

হরেক রকম মেনু

রকমারি বাটন
