ওয়েবসাইটে পর্দার ইফেক্ট কিভাবে দিবেন?
আমরা বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করলে, Welcome অথবা Welcome To Our Website. এরকম কিছু দৃশ্য দেখে থাকি। কিন্তু তা আমার কাছে খুবই সাধারণ বা গ্রাফিক্স বিহীন মনে হয়। তখন আমি ভাবলাম, এটা যদি এমন হয় যে, আমার ওয়েবসাইটে একজন ভিজিটর যখন আসবেন, তখন তিনি দেখবেন শুধুমাত্র বন্ধ একটি পর্দা যার উপর স্বাগতম লেখা আছে। তিনি সেটা দেখে কিছুটা ইম্প্রেস হলেন। তার ঠিক দুই তিন সেকেন্ট পর আস্তে আস্তে পর্দা খুলেছে। এবং দৃশ্যমান হয়েছে হোম পেজের সকল কন্টেন্ট। অবশেষে বানিয়ে নিলাম পর্দার এই ইফেক্টটি। ভাবলাম কাজটা আপনাদের সাথে শেয়ার করি। কারো ভাল লাগলে তাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারবে।
এখন আপনাদের মনে হয়তো আরো দু'টি প্রশ্ন উঠতে পারে। প্রথমতঃ- এটা রেস্পন্সিভ করা যাবে কি না! হ্যাঁ আমার কাছে এটার রেস্পন্সিভ ভার্সন আছে। দ্বিতীয়তঃ- একজন ইউজার ওয়েবসাইটের হোম পেজে এসে এই ইফেক্টটি দেখল ভাল কথা, কিন্তু সে যখন ওয়েবসাইটের অন্য পেজে ভিজিট করে আবার হোম পেজে আসবে তখন একই জিনিস বার বার দেখলে সে বিরক্ত হতে পারে! হ্যাঁ, পিএইচপি সেশন ফাংশান দিয়ে এটার সুন্দর একটি সমাধান করা সম্ভব। অর্থাৎ একজন ভিজিটর যখন ওয়েবসাইটে আসবেন, তখন সেশন শুরু হবে। ততক্ষণ পর্যন্ত সেশন ডিষ্ট্রই হবে না যতক্ষণ পর্যন্ত যে ওয়েবসাইটে আছেন। সুতারাং সে অন্য পেজে ভিজিট করে আবার হোম পেজে আসলে ও এই ইফেক্টটি আর দেখানো হবে না। আমি এখানে শুধু ইফেক্ট এর ছবি দিয়েছি। ছবিটিতে ক্লিক করে ডেমুটি দেখে নিতে পারেন।
ডেমুটা দেখে আপনার মনে হতে পারে, এটা গ্যালারীর জন্য হয়তো ঠিক আছে, কিন্তু ওয়েবসাইটে যদি ব্লগ সাইটের মত সাইডবার ইত্যাদী থাকে তাহলে এমন পর্দা ব্যবহার করা যাবে কিনা। দেখুন! আপনার এই পর্দা ব্যবহার করতে হবে এমন কোন কথা নেই। আমার এই পর্দা খানিকটা মাঝখান থেকে নিয়ে সাইটে টাই দিয়ে বন্ধ করা হয়েছে। আপনি সোজা একটি পর্দা ব্যবহার করলে স্পেস আরো বাড়বে। প্রয়োজনে Welcome লেখা পর্দা দুটো একেবারে হাইড করতে পারেন, অথবা চার পাঁচ ফিক্সেল দৃশ্যমান রাখতে পারেন। আপনি যদি বুটস্ট্রাপ ব্যবহার করেন। কন্টেইনারের দুই পাশে যতেষ্ট খালি জায়গা থাকে। খালি জায়গা জুড়ে পর্দা রাখবেন। এবং কন্টেইনার জুড়ে আপনার ওয়েবসাইটের বাকি কন্টেন্ট সাজাতে পারেন। আর পর্দার হাইট অর্থাৎ উচ্চতা সকল উইন্ডোতে যেন উইন্ডোর উচ্চতা অনুযায়ী ফিক্স থাকে সেটা জাভাস্ক্রিপ্ট দিয়ে সেট করে দিতে পারেন। তাছাড়া এটাতো আমি কেবল আপনাদেরকে দেখানোর জন্য যাচ্ছে তাই একটা ডেমু করেছি। আপনি আপনার ওয়েবসাইটের জন্য করলে এর চেয়ে আরো সুন্দর করে বানাতে পারেন।
Keep Your Ads Here...
ঐতিহাসিক কালার থিওরি

এইচটিএমএল আইকন

ওয়েবের যত ফন্টস

সিএসএস এনিমেশন

হরেক রকম মেনু

রকমারি বাটন
