HTML hidden (Global Attribute)
hidden শব্দের অর্থ লুকানো বা অপ্রকাশিত। ইহা একটি গ্লোবাল এবং বুলিয়ান এট্রিবিউট। hidden এট্রিবিউট দ্বারা এটাই বুঝানো হয় যে, এলিমেন্টটি লুকানো বা অপ্রকাশিত। অথবা এই সম্পর্কিত কোন এলিমেন্ট এখনো প্রকাশ করা হয় নি। যে এলিমেন্টের সাথে hidden এট্রিবিউট থাকে সেই এলিমেন্টটিকে ব্রাউজার ডিসপ্লে করে না।
এখন প্রশ্ন হচ্ছে, এমন এলিমেন্ট কেন রাখা হবে যা লুকানো থাকে বা ব্রাউজার যে এলিমেন্ট ডিসপ্লে করে না? এই প্রশ্নের সহজ উত্তর হচ্ছে যে, মনে করুন- আপনি জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে এমন একটি শর্ত দিয়েছেন যে, যদি ইউজার এই শর্তগুলো পূরণ করে তবেই অপ্রকাশিত এলিমেন্ট গুলো প্রকাশিত হবে। এক্ষেত্রে hidden এট্রিবিউট ব্যবহার করা যায়। আরো জানতে ভিডিও টিউটোরিয়ালটি দেখুন।
বিস্তারিত ভিডিও সহ দেখুন
কোড উদাহরণ
<!DOCTYPE html>
<html>
<head>
<meta charset="UTF-8">
<title> HTML hidden Attribute </title>
</head>
<body>
<p hidden> এই এলিমেন্টটি আপাতত লুকানো আছে। </p>
<p> এই এলিমেন্টটি লুকানো নয়। ইহা প্রকাশিত।</p>
</body>
</html>
ভিডিও দেখুন নিজে করুন
ফলাফল
hidden এট্রিবিউটের ব্রাউজার সাপোর্ট
এট্রিবিউট |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
---|---|---|---|---|---|
hidden | 6.0 | 4.0 | 11.0 | 5.1 | 11.1 |
Keep Your Ads Here...
ঐতিহাসিক কালার থিওরি

এইচটিএমএল আইকন

ওয়েবের যত ফন্টস

সিএসএস এনিমেশন

হরেক রকম মেনু

রকমারি বাটন
