HTML style (Global Attribute)
style শব্দটি আমাদের সবার জানা একটি শব্দ, যার অর্থ শৈলী। ইহা একটি গ্লোবাল এট্রিবিউট। style এট্রিবিউট দ্বারা যে কোন এলিমেন্টের জন্য ইনলাইন ষ্টাইল করা হয়। ইনলাইন ষ্টাইল, ষ্টাইলশীটে করা ষ্টাইলকে ওভাররাইড বা অগ্রাহ্য করে। অর্থাৎ একটি এলিমেন্টের জন্য বহিরাগত কোন ষ্টাইল করে থাকলে style এট্রিবিউটের মাধ্যমে করা ইনলাইন ষ্টাইল সেই বহিরাগত ষ্টাইলকে পরিবর্তন করতে সক্ষম। শুধু বহিরাগত ষ্টাইল নয়, <style>
ট্যাগ দিয়ে করা ষ্টাইলকেও style এট্রিবিউটের মাধ্যমে করা ইনলাইন ষ্টাইল অগ্রাহ্য করবে। আরো জানতে ভিডিও টিউটোরিয়ালটি দেখুন।
বিস্তারিত ভিডিও সহ দেখুন
কোড উদাহরণ
<!DOCTYPE html>
<html>
<head>
<meta charset="UTF-8">
<title> HTML style Attribute </title>
</head>
<body>
<div style="height:200px;width:350px;background:yellow;border:5px solid red;margin:10px auto;">
<p style="color:yellow;padding:10px 0;text-align:center;background:red;font-size:20px;">আমি একজন সামান্য ওয়েব ডিজাইনার</p>
</div>
</body>
</html>
ভিডিও দেখুন নিজে করুন
ফলাফল
style এট্রিবিউটের ব্রাউজার সাপোর্ট
এট্রিবিউট |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
---|---|---|---|---|---|
style | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ |
Keep Your Ads Here...
ঐতিহাসিক কালার থিওরি

এইচটিএমএল আইকন

ওয়েবের যত ফন্টস

সিএসএস এনিমেশন

হরেক রকম মেনু

রকমারি বাটন
