ওয়েবের জন্য রঙ (Color For Web)
প্রথমতঃ- ওয়েবসাইটের ডিজাইন করতে গিয়ে আপনি কেমন রঙ পছন্দ করবেন সেটা নির্ভর করছে আপনি কোন্ দেশের ইউজারের জন্য বা কোন্ প্রোডাক্টের জন্য ওয়েবসাইট তৈরী করবেন। কারণ, ভিন্ন ভিন্ন দেশীয় সাংস্কৃতিতে রঙের ভিন্ন ভিন্ন কিছু অর্থ আছে।
দ্বিতীয়তঃ- রঙের ব্যবহার একটি ওয়েবসাইটের ভিজিটর আকর্ষণের ক্ষমতা বাড়াতে অনেক কার্যকর ভূমিকা পালন করে। সেই জন্য ওয়েবসাইটের জন্য অনেক কড়া রং ব্যবহার করা যাবে না, যা চোখে লাগে। এবং এত হাল্কা রঙ ব্যবহার করা যাবে না, যা দেখতে ঝাঁপসা দেখায়। এমন কোন রঙ ব্যবহার করুন যাতে করে ওয়েব পেজ গুলি স্বচ্ছ এবং পরিস্কার দেখা যায়।
তৃতীয়তঃ- একটি ওয়েব সাইটে কোন্ ফন্ট তথা টাইপোগ্রাফি ব্যবহার করা হচ্ছে সেটি ওয়েব সাইটটির সাফল্য বা ব্যর্থতার অন্যতম নিয়ামক হয়ে দাঁড়াতে পারে। এমন ফন্ট ব্যবহার করতে হবে যা পড়া এবং দেখার জন্য খুব আরামদায়ক হয়। এবং ফন্ট এর সাইজ এমন রাখা উচিত যাতে পড়তে এবং বুঝতে সুবিদা হয়।
অনেক ক্ষেত্রেই দেখা যায় ডিজাইনাররা বিভিন্ন ডিজাইন করতে গিয়ে রং বাছাইয়ে কিছুটা দ্বিধায় পড়ে যান। এক্ষেত্রে সঠিক রং বাছাই করতে পারাটা একজন দক্ষ ডিজাইনারের কাজ। কারণ, যথাযথভাবে রং ব্যবহার না করার কারণে ক্লায়েন্টের জন্য করা ডিজাইনটি কোম্পানির উদ্দিষ্ট তথ্য প্রকাশে ব্যাঘাত ঘটতে পারে। প্রফেশনাল ডিজাইনার বা ডিজাইনের শিক্ষকবৃন্দ বিভিন্ন ডিজাইনের জন্য সঠিক রং বাছাইয়ের জন্য নির্দেশনা দিয়েছেন। কারণ, একেক রং একেক ধরণের অর্থ প্রকাশ করে থাকে। ডিজাইনের ক্ষেত্রে তাই সঠিক স্থানে সঠিক রং বাছাই করা খুবই জরুরি। এখানে আমি কোন্ রং কি প্রকাশ করে সে ব্যাপারে কিছু তথ্য তুলে ধরব।
লাল দৃষ্টি আকর্ষণের জন্য সবচেয়ে উপযুক্ত রং হচ্ছে লাল। প্রকৃতপক্ষে লাল রং যেকোনো ক্রেতাকে কোনো পণ্য কেনার জন্য প্রলুব্ধ করে। লাল রং উষ্ণতা, বেগ, আবেগ, ক্ষমতা, উদ্দীপনা, প্রেম, ইচ্ছা, গতি, শক্তি, তাপ, আগ্রাসন, বিপদ, আগুন, রক্ত, যুদ্ধ, সহিংসতা, আন্তরিকতা, সুখ, অর্থাৎ সমস্ত তীব্র উৎসাহমূলক বিষয় প্রকাশে ব্যবহৃত হয়।
হলুদ হলুদ রং সাধারণত রৌদ্রজ্জ্বল, কর্মশক্তি, ইতিবাচক, আশাবাদী প্রভৃতি ভাব প্রকাশে ব্যবহৃত হয়। হলুদ রং খুব সহজেই সকলের নজর কাড়ে এবং যেকোনো গ্রাহককে কোনো নির্দিষ্ট পণ্য কেনার জন্য আগ্রহ প্রকাশ করতে সাহায্য করে। হলুদ রং আনন্দ, সুখ, বিশ্বাসঘাতকতা, আশাবাদ, আদর্শবাদ, কল্পনা, আশা, সূর্য, গ্রীষ্মকাল, স্বর্ণ, দর্শন, অসততা, ভীরুতা, ঈর্ষা, লোভ, প্রতারণা, অসুস্থতা, বিপদ এবং বন্ধুত্ব প্রভৃতি ভাব প্রকাশ করতে ব্যবহৃত হয়।
সবুজ কোনোকিছুর উন্নতি বা ক্রমবিকাশ প্রকাশ করতে সবুজ রং ব্যবহৃত হয়। এটা বিনিয়োগকারী এবং ভোক্তাদের মনে একধরণের বিশ্বাস তৈরি করে এবং যেকোনো পণ্য সম্পর্কে ভালো অভিজ্ঞতার জন্ম দেয়। এছাড়াও এই রঙ মনের ভারসাম্য বজায় রাখে। তাই রঙটি অধিকাংশ সময় স্বাস্থ্যসেবাতে মার্কেটিং কৌশল হিসাবে ব্যবহৃত হয়। সবুজ রং প্রকৃতি, পরিবেশ, স্বাস্থ্যকর, সৌভাগ্য, পুনরায় আবির্ভাব, যুব, বসন্ত, উদারতা, উর্বরতা, ঈর্ষা, সেবা, অভিজ্ঞতাহীনতা, ঈর্ষা, দুর্ভাগ্য, শক্তি প্রভৃতি ভাব প্রকাশে ব্যবহৃত হয়।
কমলা কমলা রঙ উষ্ণ এবং স্পন্দনশীল। এটা অনুপ্রেরণা এবং উৎসাহ তৈরি বলে বলা হয়। কমলা বর্তমানে ডিজাইনারদের কাছে একটি বহুল প্রচলিত ও ব্যবহৃত রঙ। যদিও সত্তরের দশকে কমলাকে একটি “বিষণ্ণ” রং বলে বিবেচিত করা হতো। কিন্তু, ১৯৯১ সালে ফোর্বস ম্যাগাজিনের একটি নিবন্ধে কমলা রং কিভাবে ভোক্তাদের পছন্দগুলি সম্পর্কে প্রভাবিত করে সে বিষয়ে বলা হয়েছে। কমলা রং মূলতঃ শক্তি, ভারসাম্য, উৎসাহ, উষ্ণতা, স্পন্দনশীল, প্রশস্ত, ঝলকানি, মনোযোগ আকর্ষণ প্রভৃতি ভাব প্রকাশে সহায়তা করে।
নীল নীল রং সাধারণত চেতনা এবং বুদ্ধিদীপ্ততা প্রকাশে ব্যবহৃত হয়। তবে অধিকাংশ ক্ষেত্রে এটি বিশ্বাস, আনুগত্য, পরিচ্ছন্নতা এবং বোঝার অনুভূতি প্রকাশ করে। এ কারণেই বিশ্বের প্রায় ৫৩ শতাংশ পতাকায় নীল রং রয়েছে। প্রবাদে আছে, “আভিজাত্যের রং নীল”। এছাড়াও নীল রং শান্তি, শান্ত, স্থিতিশীলতা, সম্প্রীতি, একতা, বিশ্বাস, সত্য, আস্থা, রক্ষণশীলতা, নিরাপত্তা, পরিচ্ছন্নতা, আদেশ, আনুগত্য, আকাশ, জল, প্রযুক্তি, বিষণ্ণতা, ক্ষুধা দমনকারী প্রভৃতি ভাব প্রকাশে ব্যবহৃত হয়।
বেগুনি বেগুনির সাথে সোনালি রং মিশ্রিত হলে এটি সম্পদ কিংবা অমিতব্যয়িতা – এই দুই ভাবই প্রকাশ করে। লাল ও নীলের মিশ্রণে তৈরি হওয়ায় বেগুনি রং লালের উদ্দীপনা ও নীলের শান্তভাব এই দুই বৈশিষ্ট্যই প্রকাশ করে। বেগুনি রং মূলতঃ রাজকীয় ভাব, ওকালতি, আধ্যাত্মিকতা, অনুষ্ঠান, রহস্যময়, রূপান্তর, জ্ঞান, আলোকায়ন, নিষ্ঠুরতা, সম্মান, অহংকার, শোক, কোমলতা প্রভৃতি ভাব প্রকাশে সাহায্য করে।
সাদা বিশুদ্ধ ও পূর্ণতার রং সাদা। সাদা রঙের অর্থ বিশুদ্ধতা, নির্দোষতা, পূর্ণতা এবং সম্পূর্ণতা। সাদা রং মনকে স্পষ্ট ও বিশুদ্ধ করে তোলে বলে বিশ্বাস করা হয়। তবে, অনেক বেশি সাদা বিচ্ছিন্নতা এবং শূন্যতা প্রকাশ করে। এছাড়াও সাদা পরিতৃপ্তি, বিশুদ্ধতা, জন্ম, সরলতা, পরিচ্ছন্নতা, শান্তি, নম্রতা, নির্ভুলতা, নির্দোষতা, শীতকালীন, বরফ, ভাল, জবরদস্তি, বিবাহ (পশ্চিমা সংস্কৃতি), মৃত্যু (পূর্ব সংস্কৃতি), ঠান্ডা, ক্লিনিকাল প্রভৃতি ভাব প্রকাশে ব্যবহৃত হয়।
কালো রঙ কালো ক্ষমতা, মৃত্যু, মন্দ, এবং রহস্যের সাথে সম্পর্কিত এমন কিছুকে বোঝানো হয়। কালো শক্তি এবং কর্তৃত্ব নির্দেশক। এটি একটি খুব প্রথাগত, মার্জিত, এবং মর্যাদাপূর্ণ রঙ বলেও মনে করা হয়। এছাড়াও কালো রং ক্ষমতা, পরিশীলিতা, আনুষ্ঠানিকতা, আবেগ, সম্পদ, রহস্য, ভয়, মন্দ, অসুখ, গভীরতা, শৈলী, বিষণ্ণতা, অনুতপ্ত, রাগ, গোপনীয়তা, ভূগর্ভস্থ, ভাল প্রযুক্তিগত রঙ, শোক, মৃত্যু (পশ্চিমা সংস্কৃতি), নিরবচ্ছিন্নতা, বিচ্ছিন্নতা প্রভৃতি বিষয় ও ভাব প্রকাশে ব্যবহৃত হয়।
একেক রং একেক ভাব প্রকাশ করে। তাই ডিজাইনারদেরও বিভিন্ন ডিজাইনে উপযুক্ত রং বাছাই করে ব্যবহার করা উচিত। এতে করে একদিক থেকে যেমন রঙের বৈশিষ্ট্য প্রকাশিত হয় অপরদিকে ডিজাইনও নির্দিষ্ট তথ্য প্রকাশে সহায়ক হয়। নিচের টেবিলে কোন্ দেশের সাংস্কৃতিতে কোন্ রঙের কি অর্থ প্রকাশ করে তা লিষ্ট আকারে দেখানো হল। এবং সব শেষে এমন কিছু ওয়েবসাইটের এড্রেস লিংক সহ দিয়েছি যেখান থেকে আপনার ওয়েবসাইটের জন্য কালার বেঁচে নিতে পারবেন।
রঙ সাংস্কৃতি (Color For Culture)
রঙ | পশ্চিমা সাংস্কৃতি | দূর পূর্ব সাংস্কৃতি | ইন্ডিয়ান সাংস্কৃতি | মধ্যপ্রাচ্য সাংস্কৃতি |
---|---|---|---|---|
লাল | শক্তি, ভালবাসা, বিপদ | সমৃদ্ধি, সৌভাগ্য, জীবনীশক্তি | সম্পদ, শক্তি, সৌন্দর্য | বিপদ, সতর্কীকরণ, মন্দ |
কমলা | ফসল, উত্তাপ, সাশ্রয়ী মূল্যে | সুখ, আধ্যাত্মিকতা, উপযোগীকরণ | পবিত্র, সাহস, ভালবাসা | শোক, ক্ষতি |
হলুদ | সুখ, আনন্দ, সাবধানতা | পুরুষত্ব, পবিত্র, সত্য | পবিত্র, সুপ্রসন্ন | সুখ, শোক, সমৃদ্ধি |
সবুজ | সৌভাগ্য, সন্দেহ, ক্ষুধা | উর্বরতা, প্রত্যাশা, জীবন | প্রত্যাশা, ফসল, পুণ্য | শক্তি, উর্বরতা, প্রত্যাশা |
নীল | বিষন্নতা, আস্থা, শান্ত | নারী সংক্রান্ত, আরোগ্য, বিনোদন | খেলাধুলা, শক্তি | শোক, স্বর্গ, আধ্যাত্মিকতা |
বেগুনী | আধ্যাত্মিকতা, সত্যতা, সম্পদ | সম্পদ, সুবিধা, আধ্যাত্মিকতা | দুঃখ, সান্তনা, আভিজাত্য | সম্পদ, পুণ্য, সত্যতা |
সাদা | বিশুদ্ধতা, কমনীয়তা, শান্তি, পরিচ্ছন্নতা | মৃত্যু, শোক, পরিচ্ছন্নতা | শোক, পরিচ্ছন্নতা, বিশুদ্ধতা | শান্তি, পরিচ্ছন্নতা, ফেরেস্তা |
কালো | হুমকি, মৃত্যু, শোক | স্বাস্থ্য, সমৃদ্ধি, স্থায়িত্ব | মন্দ, অন্ধকার, অস্বীকৃতি | রহস্য, শোক, নবজন্ম |
বাদামী | কার্যকরী, সান্তনা, স্থায়িত্ব | মাটি, পরিশ্রমী, শোক | শোক | সাদৃশ্য, মাটি, সান্তনা |
রঙ ব্যবহারের জন্য ১০ টি জনপ্রিয় ওয়েবসাইট
কোলার্স রঙ প্যালেট তৈরি করার জন্য বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি ওয়েবসাইট। আপনার ডিজাইনের জন্য অসংখ্যা রঙের প্যালেট পাবেন এখানে। ক্লিকের মাধ্যমে বিভিন্ন কালার স্কিম তৈরী করে ইচ্ছেমত রঙ বাচায় করা অনেক সহজ।
ওয়েবসাইট লিংকঃ- coolors.co
কালার হেইলপিক্সেল এই ওয়েবসাইটের যে কোন জায়গা জুডে আপনার মাউসটি ধরলে আপনি সম্পুর্ণ ধারনা পেয়ে যাবেন। প্রতিটি ক্লিকের মাধ্যমে কালার প্যালেট তৈরি হয়। সত্যিই অসাধারণ একটি ওয়েবসাইট।
ওয়েবসাইট লিংকঃ- hailpixel.com
কালার্ড রঙ নিয়ে যারা কাজ করনে তাদের জন্য অনেক মজার একটি সাইট। এই সাইটের মাধ্যমে আপনি যেকোন ধরনের রঙের স্কিম, থিম, বা প্লেট শেয়ার করতে পারবেন এবং আপনার প্রিয় রঙের থিমটি খুজে নিতে পারেন।
ওয়েবসাইট লিংকঃ- colrd.com
পেলেটন বিভিন্ন ধরনের রঙ দিয়ে থিম তৈরী করে সাথে সাথে প্রিভিউ দেখা এবং বর্ণান্ধরা কিভাবে সাইটটি দেখবে তাও আপনি দেখতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে।
ওয়েবসাইট লিংকঃ- paletton.com
মুডকাব কালার এটি ব্যবহার যোগ্য ছোট কালার রিসোর্স। প্রত্যেকটি রঙের হেক্স কোড সরবরাহ করবে এই সাইটটি। যেকোন ধরনের রঙের স্কিম তৈরীর জন্য আপনাকে সাহায্য করবে এই সাইটটি। আপনি যদি তারপরও নিশ্চিত হতে না পারেন কোন রঙের স্কিম আপনি ব্যবহার করবেন মুডকাবের ড্রপ ডাউন মেনু্ পাবেন।
ওয়েবসাইট লিংকঃ- mudcu.be
কালার হান্টার এটি খুবই গুরুত্বপুর্ণ টুল যার সাহায্যে আপনি আপনার পছন্দ মত কালার স্কিম তৈরী করতে পারবেন। ধরুন আপনার কোন ছবির কালার স্কিমটি ভাল লেগেছে আপনি এই সাইটের মাধ্যমে সেই ধরনের কালার থিম তৈরী করতে পারবেন।
ওয়েবসাইট লিংকঃ- colorhunter.com
কালার লাভার এটি মুলত একটি সামাজিক যোগাযোগ মাধ্যম যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের শিল্পীরা তাদের পছন্দের রঙ, প্লেট এবং প্যাটার্ন সমুহ শেয়ার করে । এই সাইটটি অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে কমিউনিটি, প্রয়োজনীয় উপকরনে ,চ্যানেল ইত্যাদির সম্বন্বয়ে তৈরী এই সাইটটি আপনার নজর কাটবে ।তাছাড়াও রঙ সম্পর্কে বিভিন্ন প্রবন্ধ এবং বিভিন্ন সৃজনশীলতায় ভরপুর এই সাইটটি।
ওয়েবসাইট লিংকঃ- colourlovers.com
অ্যাডবি সিসি ক্রিয়েটিভ ক্লাউডের একটি অংশ হচ্ছে অ্যাডোবি সিসি যেখানে আপনি রঙ নিয়ে যেকোন ধরনের পরীক্ষা নিরীক্ষা চালাতে পারবেন। হাজার হাজার থিমের মধ্য থেকে আপনি বেছে নিতে পারেন আপনার পছন্দের রঙটি। এর ব্যবহার অনেক সোজা। থিম সেকশন গিয়ে আপনি জনপ্রিয় থিমগুলো থেকে আপনার পছন্দের থিমটি বেছে নিতে পারেন।
ওয়েবসাইট লিংকঃ- color.adobe.com
কোপাসু একটি উন্নত রঙ প্যালেট সরঞ্জাম যা আপনাকে নিখুঁত রঙ প্যালেট তৈরি করতে সহায়তা করে। আপনি যদি আপনার রঙের স্বাদ তৈরির জন্য খুব বেশি আগ্রহী, তাহলে আপনি মৌলিক রঙ প্যালেট সরঞ্জামটি খুঁজে পেতে এই ওয়েবসাইট ব্যবহার করতে পারেন।
ওয়েবসাইট লিংকঃ- copaso.com
কালার মি ক্যারিয়াস এটি অসংখ্যা কালার প্লেটের সমাহারে ভরপুর একটি ওয়েবসাইট। এখান থেকে আপনি আপনার পছন্দের রঙ প্যালেট বাঁচায় করে আপনার ডিজাইনে ব্যবহার করতে পারেন।
ওয়েবসাইট লিংকঃ- colourpod.com
Keep Your Ads Here...
ঐতিহাসিক কালার থিওরি

এইচটিএমএল আইকন

ওয়েবের যত ফন্টস

সিএসএস এনিমেশন

হরেক রকম মেনু

রকমারি বাটন
