এইচটিএমএল আইডি (HTML Id)
এইচটিএমএল id এটি একটি বহুল ব্যবহ্নত এট্রিবিউট। এইচটিএমএল এলিমেন্টকে ষ্টাইল কিংবা স্ক্রীপ্ট প্রয়োগ করার কাজে একটি অনন্য আইডি নির্দিষ্ট করার জন্য এই এট্রিবিউটটি ব্যবহার করা হয়। একাধিক এলিমেন্টকে একই ধরনের ষ্টাইল করার জন্য এই এট্রিবিউট ব্যবহার হতে পারে। শুধু ষ্টাইলের জন্য নয়, স্ক্রীপ্টের জন্যও এই এট্রিবিউট অনেক বেশি ব্যবহ্নত হয়। সিএসএস কোড লিখার সময় আইডির নাম দেবার আগে একটি # (হেস) ব্যবহার করুন। # হচ্ছে আইডি সেলেকশনের প্রধান সংকেত। আরো বিস্তারিত জানতে ভিডিও টিউটোরিয়ালটি দেখুন।
বিস্তারিত ভিডিও সহ দেখুন
কোড উদাহরণ
<!DOCTYPE html>
<html>
<head>
<meta charset="utf-8" />
<title>HTML Id </title>
<style>
#demo{
height:200px;
width:300px;
background:yellow;
margin:10px;
color:white;
font-size:18px;
text-align:center;
}
#demo p{
background-color:red;
padding:7px;
}
#zyz{
color:navy;
background-color:skyblue;
padding:10px;
text-align:center;
}
</style>
</head>
<body>
<div id="demo">
<p>এটি একটি হলুদ ডিভিশন।</p>
</div>
<h2 id="zyz">এটি একটি হেডলাইন।</h2>
</body>
</html>
ভিডিও দেখুন নিজে করুন ফলাফল
ইনলাইন এলিমেন্টে id এট্রিবিউট
<style>
h4{
color:Green;
}
#desh{
color:Red;
}
</style>
<h4>আমার দেশ <span id="desh">বাংলাদেশ</span> আমি <span id="desh">বাংলাদেশ</span> কে অনেক ভালবাসি। </h4>
নিজে করে দেখুন
Keep Your Ads Here...
ঐতিহাসিক কালার থিওরি

এইচটিএমএল আইকন

ওয়েবের যত ফন্টস

সিএসএস এনিমেশন

হরেক রকম মেনু

রকমারি বাটন
