এইচটিএমএল কোটেশন (HTML Quotation)
Quotation এর বাংলা অর্থ উদ্ধৃতি এবং Citation বাংলা অর্থ দৃষ্টান্তরুপ। বলতে গেলে দুটোই একই বিষয়। Quotation এবং Citation এইচটিএমএল এর বিশেষ কিছু এলিমেন্ট। এবং কিছু কিছু ক্ষেত্রে খুবই জরুরী। যেমনঃ- আমি চাচ্ছি এমন একটি শব্দ যেটা চিহ্নিত হয়ে থাকবে। যার উপর মাউস নিয়ে গেলে সেই শব্দটির সংক্ষিপ্ত বিবরণ দেখা যাবে। মাঝে মাঝে কিছু বাক্যের দুই পাশে কোটেশন চিহ্ন দিতে হয়। অনেক গুলো লেখার মাঝে এরকম দু'একটি লেখাকে চিহ্নিত করে অন্য লেখা গুলোর অংশ থেকে আলাদা করার প্রয়োজন হতে পারে। এমন সমাধান ও এইচটিএমএলে রয়েছে।
কোথাও একটি দরখাস্ত লেখার দরকার হয়েছে। তো দরখাস্ত লেখার নিয়মটা সাধারণ অনুচ্ছেদের মত হয় না। ডানে বামে বা প্রয়জনীয় কোন একটি জায়গায় খানিকটা জায়গা খালি রাখতে হয়। দরখাস্ত লিখার নিয়ম আমরা সবাই জানি। একটি দরখাস্ত স্বনিয়মে লিখতে চাইলে হয়তো সিএসএস ব্যবহার করতে হবে। কিন্তু এইচটিএমএলে সেই সমাধান সহজে রয়েছে। Quotation এবং Citation এর এলিমেন্ট গুলো অধিকাংশ অনুচ্ছেদের মাধ্যমে ব্যবহার হয়ে থাকে। বিস্তারিত কোন সংবাদ বা অনুচ্ছেদকে ইচ্ছে মত সাজানোর জন্য এই এলিমেন্ট গুলো অধিকতর ব্যবহৃত হয়। বিস্তারিত জানতে ভিডিও টিউটোরিয়ালটি দেখুন।
বিস্তারিত ভিডিও সহ দেখুন
কোড উদাহরণ
<!DOCTYPE html>
<html>
<head>
<title> HTML Quotation and Citation Elements </title>
</head>
<body>
<h4>চিহ্নিত শব্দটির উপর মাউস নিয়ে দেখুন।</h4>
<p> আমাদের দেশ <abbr title="Bangladesh Is An Independent Country"> বাংলাদেশ </abbr>
আমরা আমাদের দেশকে নিয়ে গর্ব করি। </p>
<hr>
<h4>ঠিকানা লিখুন এভাবে।</h4>
<address>
Markup School <br>
www.markupschool.com <br>
Chittagong, Bangladesh.
</address>
<hr>
<h4>প্রয়োজনীয় বাক্যে কোটেশন দিন।</h4>
<p>ওয়েব ডিজাইন কেন শিখব কারণঃ-<br>
<q>ওয়েব ডিজাইন বর্তমান সময়ের একটি চাহিদাপূর্ণ কর্ম</q></p>
</body>
</html>
ভিডিও দেখুন নিজে করুন ফলাফল
কোটেশন চিটেশন ট্যাগ সমুহ
ট্যাগ সমুহ | বর্ণনা |
---|---|
<abbr> | একটি শব্দের অন্তর্গত বিবরণ দেখানোর জন্য ব্যবহার হয় |
<address> | ঠিকানা লেখার জন্য ব্যবহার হয় |
<bdo> | টেক্সট ডিরেকশন বা দিক পরিবর্তন করা্র জন্য ব্যবহার করা হয়। |
<blockquote> | ভিন্ন কোন সোর্স থেকে আনা তথ্যকে উদ্ধৃতি চিহ্নের মাধ্যমে প্রদর্শন করার জন্য এই ট্যাগ ব্যবহার করা হয়। |
<cite> | কোন ব্যক্তির দ্বারা সম্পাদিত কাজই টাইটেল দিতে এই ট্যাগ ব্যবহার করা হয়। |
<q> | কোন বিশেষ ব্যক্যের দুই পাশে কোটেশন দিয়ে চিহ্নিত করা হয় |
<abbr> এলিমেন্ট
বিশেষ কোন শব্দকে চিহ্নিত করা হয়। যার উপর মাউস নিলে সেই শব্দের সংক্ষিপ্ত বিবরণ দেখানো হয়। অথবা এই শব্দ সংক্ষেপ ব্রাউজার অথবা সার্চ-ইঞ্জিন ও অনুবাদকারী সফটওয়্যারকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে।
যেমনঃ → আমাদের দেশ বাংলাদেশ। আমরা আমাদের দেশকে নিয়ে গর্ব করি।
<p> আমাদের দেশ <abbr title="বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট"> বাংলাদেশ। </abbr> আমরা আমাদের দেশকে নিয়ে গর্ব করি। </p>
নিজে করে দেখুন <address> এলিমেন্ট
ঠিকানার স্টাইলে ঠিকানা লেখার জন্য ব্যবহার করা হয়। যেমনঃ-
Markup Schoolwww.markupschool.com
Chittagong, Bangladesh.
<address>
Markup School <br>
www.markupschool.com <br>
Chittagong, Bangladesh.
</address>
নিজে করে দেখুন <bdo> এলিমেন্ট
টেক্সট এর ডিরেকশন বা দিক পরিবর্তন করা জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ টেক্সটকে উল্টা ভাবে উপস্থাপন করা হয়।
যেমনঃ → এই টেক্সট ডান দিক থেকে বাঁ দিকে উল্টা হয়ে যাবে
<p>এই টেক্সট বাঁ দিক থেকে ডান দিকে সোজা হয়ে যাবে </p>
<bdo dir="rtl">এই টেক্সট ডান দিক থেকে বাঁ দিকে উল্টা হয়ে যাবে </bdo>
নিজে করে দেখুন <cite> এলিমেন্ট
কোন একটি কাজের টাইটেল দেওয়ার জন্য এই ট্যাগ ব্যবহার করা হয়।
যেমনঃ → পোকা" হুমায়ূন আহমেদেরএকটি জনপ্রিয় বাংলা উপন্যাস।
<img src="images/puka.gif" alt="Puka" height="350" width="250">
<p>পোকা" হুমায়ূন আহমেদের <cite> একটি জনপ্রিয় বাংলা উপন্যাস। </cite> </p>
নিজে করে দেখুন <q> এলিমেন্ট
এই এলিমেন্ট দিয়ে সাধারণত ব্যাক্যের দুই পাশে একটি কোটেশন মার্ক দিয়ে ব্যাক্যটাকে চিহ্নিত করা হয়।
যেমনঃ → ওয়েব ডিজাইন কেন শিখব কারণঃ- ওয়েব ডিজাইন বর্তমান সময়ের একটি চাহিদাপূর্ণ কর্ম
<p>ওয়েব ডিজাইন কেন শিখব কারণঃ- <br><q>ওয়েব ডিজাইন বর্তমান সময়ের একটি চাহিদাপূর্ণ কর্ম </q> </p>
নিজে করে দেখুন Keep Your Ads Here...
ঐতিহাসিক কালার থিওরি

এইচটিএমএল আইকন

ওয়েবের যত ফন্টস

সিএসএস এনিমেশন

হরেক রকম মেনু

রকমারি বাটন
