হয়ে উটুন দক্ষ ওয়েব ডেভেলপার
যে কোন ধরনের ওয়েবসাইট ডিজাইন, ডেভেলপমেন্ট ও হালনাগাদ করতে দরকার প্রচুর দক্ষ জনবল। তাই প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণের কথা ভাবলে ওয়েব ডেভেলপমেন্ট হতে পারে একটি স্মার্ট ক্যারিয়ার। ওয়েব ডিজাইন আর ডেভেলপমেন্ট এর মাঝে মৌলিক কিছু পার্থক্য ছাড়া বিশেষ বড় ধরনের কোন পার্থক্য আছে বলে অন্তত আমার মনে হয় না। ওয়েব ডিজাইনারের কাজ হচ্ছে ওয়েব সাইটের পেইজ তৈরী করা আর ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে একটা ওয়েব সাইটের প্রাণ সঞ্চার করা। একজন ওয়েব ডিজাইনার যে ডিজাইন তৈরি করেন তার প্রতিটা উপকরণকে ফাংশনাল করার জন্য পরিচালিত কর্মকান্ডই হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট।
সাধারণ ভাবে একটি ওয়েব সাইটকে তিন ভাগে ভাগ করা যেতে পারে। (ক) ডিজাইন বা টেমপ্লেট (খ) কনটেন্ট ম্যানেজমেন্ট (গ) সিস্টেম এবং ডাটাবেস। একজন ওয়েব ডেভেলপার এই তিনটি বিষয়ের মধ্যে সমন্বয় ঘটিয়ে পুরো সিস্টেমটিকে সক্রিয় করে থাকেন। একজন ওয়েব ডেভেলপারের কাজ হচ্ছে ডাটা প্রসেসিং, ডাটাবেস নিয়ন্ত্রণ, সিকিউরিটি নির্মাণ, ইউজার এবং এডমিনের ক্ষমতা নিয়ন্ত্রণ করা সহ এপ্লিকেশনের সকল ফিচারকে ফাংশনাল করা এবং সমগ্র সিস্টেমের কার্যকারীতা এবং ব্যবহার যোগ্যতা নিয়ন্ত্রণ করা।
অনেকেই ওয়েব ডিজাইন আর ডেভেলপমেন্ট বিষয়ে ধাঁধাঁ তৈরী করে ফেলেন। যার কারণে নতুন শিক্ষার্থীরা শিখতে ভয় পেয়ে যান শুরুতেই। আমি সকল শিক্ষার্থীদের জানাতে চাই আপনি সর্ব প্রথম ওয়েব ডিজাইনটা ভাল করে শিখুন। ওয়েব ডিজাইন শিখতে শিখতে ওয়েব ডেভেলপমেন্ট এর কিছুটা আইডিয়া আপনার হয়ে যাবে। একজন ওয়েব ডিজাইনারকে যেমন এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রীপ্ট শিখতে হয় তেমনি একজন ওয়েব ডেভেলপারকেও এ ভাষাগুলো শিখতে হয়। তবে ওয়েব ডেভেলপমেন্ট এর জন্য বাড়তি পিএইচপি, এসকিউএল, আজাক্স ইত্যাদী শিখতে হয়। আপনি ওয়েব ডিজাইনার অর্থাৎ আপনি অর্ধেক ওয়েব ডেভেলপার। সুতারাং ওয়েব ডেভেলপার হওয়া অনেক কঠিন এটা মন থেকে এক্ষুনি সরিয়ে ফেলুন এবং তৈরী হয়ে যান যেন আগামীতে আপনি ও নিজেকে একজন ওয়েব ডেভেলপার হিসেবে গড়ে তুলতে পারেন।
আপনি কখন বুঝবেন যে আপনি একজন ওয়েব ডেভেলপার হওয়ার জন্য প্রস্তুত? এই প্রশ্নটির উত্তর হলো , আপনি যখন নিজেকে একজন ওয়েব ডিজাইনার হিসেবে দাবি করবেন। পিএইচপি, মাই এসকিউএল নিয়ে একটা দুইটা কাজ সফলভাবে সম্পন্ন করবেন। ওয়ার্ডপ্রেস বা জুমলার মতো কোন সি এম এসের জন্য একটা দুইটা থিম ডেভেলপ করে দেখবেন। তখন ভাবতে পারেন আপনি ওয়েব ডেভেলপার হওয়ার জন্য প্রস্তুত। সামনে আরো বেশ কিছু কাজ থাকে। কোড ইগ্নিটরের মত কিছু উন্নতমানের পিএইচপি ফ্রেমওয়ার্ক আছে যা সহজে বুঝে নিতে পারবেন এবং সহজে কাজ করতে পারবেন।
প্রোগ্রামিং ভাষাগুলো কেস সেঞ্চেটিভ হয়ে থাকে। তাই প্রথম প্রথম একটু ধিরে আস্তে কোড লিখবেন। কোথাও ডট পড়ার কথা পড়েনি, বা কোথাও ব্রেকেট ওপেন হয়েছে কিন্তু ক্লোজ হয়নি কিংবা কোন এক স্থানে সেমিকলন বসার কথা বসানো হয়নি এসব ভাল ভাবে দেখে কাজ করলে একাজের প্রতি ভয় পাওয়া আর বিরক্ত হতে হবে না। তাছাড়া এখন বেশ কিছু উন্নত কোড এডিটর আছে যা আপনাকে লাইভ ভুল গুলো ধরিয়ে দিতে সাহায্য করে। পিএসপি মাই এস কিউ এলের জন্য ওয়াম সার্ভার সহ আরো অনেক ডাটাবেস সপ্টওয়ার আছে যা লাইন নাম্বার সহ ভুলগুলো আপনার সামনে তুলে ধরে। সুতারাং কোন কিছুতেই অসুবিধা হবার কথা নয়।
আমি খুব সহজে ওয়েব ডেভেলপমেন্ট এর উপর অনেক টিউটোরিয়াল তৈরী করেছি। আপনি মনোযোগ দিয়ে ভিডিও গুলো দেখে নিয়মিত অনূশীলণ করলে আশা করি আপনি ভাল ফলাফল পাবেন। অনলাইনে অনেক টিউটোরিয়াল আছে সব কিছু দেখবেন। যা ভাল লাগে তা বারবার দেখবেন সাথে সাথে প্রেক্টিস করবেন। কোন সময় বিরক্তবোধ করলে কিছুক্ষনের জন্য বিরতি নিয়ে নিন। মন হাল্কা হলে আবার শুরু করুন। আমরা আপনাকে কেন ওয়েব ডেভলপার হতে বলছি, কারণ ওয়েব ডেভলপারের চাহিদা অনলাইনে সবচেয়ে বেশি। আর একাজের চাহিদা দিন দিন এত বেশি বাড়ছে যা ভাবতে অবাক লাগে। আমরা বিগত দশ পনর বছরের হিসাব যদি করি তাহলে দেখি বিগত এই দিন গুলোতে প্রযুক্তি কতটা এগিয়েছে।
কম্পিউটার, মোবাইল, ইন্টারনেট এই প্রযুক্তিগুলো পৃথিবীকে কোথা থেকে কোথায় নিয়ে গেছে। আর আগামী দশ পনর বছরে কি কি প্রযুক্তি আসতে পারে একটু হিসেব করলে আমরা বুঝতে পারব ওয়েব ডেভলপমেন্ট এর ভবিশ্যৎ কতটা উজ্জ্বল। ভবিশ্যতের কথা না হয় বাদ দিলাম, বর্তমানে ফ্রিল্যান্স মার্কেটগুলিতে গিয়ে দেখেন ওয়েব ডেভলপারের চাহিদা কেমন। আগামীতে এমন কিছু প্রযুক্তি আসছে যা আমাদেরকে সত্যিই অবাক করে দেয়। এখন কাগজের যে নিউজ পেপার আছে তা হয়তো আগামীতে আর থাকবে না। থাকবে না রাস্তায় রাস্তায় পোস্টার ব্যনারের ছড়াছড়ি। কারণ ইপেপার নামে একটি পেপার আসছে যার কাজ করবে ওয়েব ডিজাইনার আর ডেভেলপার। একটি মাত্র ইপোস্টারে হয়তো স্লাইড হবে শত পোস্টারের কন্টেন্ট। একটি ইব্যনার হয়তো মিটিয়ে দেবে শত ব্যনারের চাহিদা। যারা নির্বাচনে দাঁড়াবে ওরা ওদের সব নির্বাচনি বক্তব্য তুলে ধরবে একটি পোস্টার সাইজের মাঝে। হ্যাঁ, এরকম অনেক কিছু হবে যা আমরা ভাবিনি আগে। আর এই ইপেপার কেমন হবে নিচের ভিডিও থেকে একটু আইডিয়া নিতে পারেন।
ওয়েব ডেভলপমেন্ট এবং আগামী
Keep Your Ads Here...
ঐতিহাসিক কালার থিওরি

এইচটিএমএল আইকন

ওয়েবের যত ফন্টস

সিএসএস এনিমেশন

হরেক রকম মেনু

রকমারি বাটন
