জেকোয়েরি টিউটোরিয়াল (jQuery Home)
jQuery একটি ওপেন সোর্স লাইটওয়েট, জাভাস্ক্রিপ্ট লাইব্রেরী। "Write Less Do More" লিখুন কম, করুন বেশি। অর্থাৎ কথা কম কাজ বেশি। তাহলে বুঝতেই পারছেন, jQuery এর কাজ হচ্ছে অল্প কোড লিখে বেশি ফলাফল পাওয়া। একারণে জাভাস্ক্রিপ্ট এর পরিবর্তে জেকোয়েরি বেশি ব্যবহার করা হয়। jQuery এর উদ্দেশ্য হচ্ছে সহজভাবে আপনার ওয়েবসাইটে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা।
বিস্তারিত ভিডিও সহ দেখুন
এই সিরিজে যা যা থাকছে
এই সিরিজে jQuery এর প্রায় সকল অবজেক্ট এবং মেথড নিয়ে বিস্তারিত টিউটোরিয়াল থাকছে। জেকুয়েরি ইপেক্ট, জেকোয়েরি এইচটিএমএল, জেকোয়েরি সিএসএস এবং জেকোয়েরির সাথে আজাক্সের ব্যবহার সহ বেশ কিছু এডভান্স লেভেলের টিউটোরিয়াল থাকছে। আমি ধরে নিচ্ছি যে, আপনি এইচটিএমএল, সিএসএস এবং কিছুটা জাভাস্ক্রিপ্ট জানেন। তাহলে আশা করি খুবই সহজে অল্প সময়ে jQuery শিখে নিতে পারবেন।
Keep Your Ads Here...
ঐতিহাসিক কালার থিওরি

এইচটিএমএল আইকন

ওয়েবের যত ফন্টস

সিএসএস এনিমেশন

হরেক রকম মেনু

রকমারি বাটন
