ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল (Wordpress Home)
ওয়ার্ডপ্রেস একটি বিখ্যাত CMS অর্থাৎ Content Management System. অথবা বলা যায়, ওয়ার্ডপ্রেস হচ্ছে বর্তমান সময়ে সর্বধিক জনপ্রিয় ব্লগ পাবলিশিং অ্যাপ্লিকেশন এবং শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। পৃথিবীতে যত গুলো ওয়েবসাইট রয়েছে তার অধিকাংশই ওয়ার্ডপ্রেস দিয়েই ডেভেলাপ করা হয়েছে। কারণ, ওয়ার্ডপ্রেস দিয়ে খুব সহজেই যে কোন ধরনের সাইট তৈরি করা যায়। আর্টিকেলের পাশাপাশি ভিডিও টিউটোরিয়াল গুলো দেখুন। তাহলে শিখতে বেশি সময় লাগবে না।
বিস্তারিত ভিডিও সহ দেখুন
এই সিরিজে যা যা থাকছে
এই সিরিজে আমি সম্পূর্ণ একটি CMS ওয়েবসাইট থিম ডিজাইন করব। তারপর সেটাকে ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে কন্ট্রোল করে একটি একটি করে দেখাব। ওয়ার্ডপ্রেস এর প্রতিটি ফাংশন'কে আলাদা আলাদা করে আর্টিকেল এবং ভিডিও সহ বিস্তারিত ভাবে বুঝাব। যাতে যে কেউ এই টিউটোরিয়াল গুলো দেখলে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে যে কোন ধরনের ওয়েবসাইট ডেভেলাপ করতে পারেন। দু'একটি প্লাগিনও তৈরী করে দেখাব ইনশা-আল্লাহ।
Keep Your Ads Here...
ঐতিহাসিক কালার থিওরি

এইচটিএমএল আইকন

ওয়েবের যত ফন্টস

সিএসএস এনিমেশন

হরেক রকম মেনু

রকমারি বাটন
