বুটস্ট্রাপ টিউটোরিয়াল (BootStrap Home)
সাধারণ ভাবে বলতে গেলে বুটস্ট্রাপ হচ্ছে সিএসএস এর একটি ফ্রেমওয়ার্ক। এখন তাহলে বুঝতে হবে ফ্রেমওয়ার্ক কি? মনে করুন আপনি বহুতল বিশিষ্ট একটি বিল্ডিঙ্গে উঠবেন। সিড়ি আছে, এবং লিফট আছে। আপনি নিশ্চয় সিড়ির পরিবর্তে লিফট ব্যবহার করবেন এটাই স্বাভাবিক। হ্যাঁ, ফ্রেমওয়ার্ক হচ্ছে, ওয়েব পেজ স্টাইলের জন্য এমন একটি লিফট, যা দ্রুত আপনার কাজ'কে সহজ করে দেয়। বিশেষ করে মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইটের জন্য বুটস্ট্রাপ বেশি ব্যবহ্নত হয়। তবে, এই ফ্রেমওয়ার্ক'টি শিখতে হলে এইচটিএমএল এবং সিএসএস এর বেসিক ধারনা থাকতে হবে।
বিস্তারিত ভিডিও সহ দেখুন
এই সিরিজে যা যা থাকছে
এই সিরিজে বুটস্ট্রাপে ব্যবহার করা হয় এমন প্রায় সকল ক্লাস, টেমপ্লেট, টাইপোগ্রাফি, ফর্ম, বাটন, টেবিল, নেভিগেশন, মোডাল, ইমেজ ক্যারোসেল সহ আরো অনেক বিষয় নিয়ে টিউটোরিয়াল থাকছে। বুটস্ট্রাপ দিয়ে শুধুমাত্র ডিজাইন করা হয় তা কিন্তু নয়। বুটস্ট্রাপ তার ডিজাইনের সাথে জাভাস্ক্রিপ্ট ব্যবহারের মাধ্যমে ওয়েব ডেভেলপমেন্টের অনেক কাজ'কেও সহজ করে দিয়েছেন। তাই বুটস্ট্রাপ'কে ফ্রি Frond End ফ্রেমওয়ার্ক বলা হয়। এই সিরিজে এমন অনেক উদাহরণ যেমনঃ- জাভাস্ক্রিপ্ট প্লাগ-ইন সমৃদ্ধ এইচটিএমএল এবং সিএসএস ভিত্তিক টেমপ্লেট ডিজাইন নিয়ে বিস্তারিত টিউটোরিয়াল রয়েছে।
Keep Your Ads Here...
ঐতিহাসিক কালার থিওরি

এইচটিএমএল আইকন

ওয়েবের যত ফন্টস

সিএসএস এনিমেশন

হরেক রকম মেনু

রকমারি বাটন
