ওয়েব ডিজাইন শিখুন ক্যারিয়ার গড়ুন
ওয়েব ডিজাইন হচ্ছে একটি ওয়েব সাইটের অবয়ব। অর্থাৎ একটি ওয়েব সাইট দেখতে কেমন হবে তা নির্ধারণ করে দেয় একজন ওয়েব ডিজাইনার। আজ সারা বিশ্বে অত্যান্ত সম্মানের সহিত যে পেশার কর্মীরা কাজ করে যাচ্ছেন তারা হলেন ওয়েব ডিজাইনার। একজন দক্ষ ওয়েব ডিজানারের কাজের কোন অভাব নেই। ওরা সারা বিশ্বে বিপুলভাবে সমাদৃত ও স্বীকৃত। একজন ওয়েব ডিজানারের মুল কাজ হচ্ছে একটা পূর্ণাঙ্গ ওয়েব সাইটের টেম্পলেট বানানো। যারা যত বেশি সুন্দর করে ডিজাইন করতে পারেন অনলাইনে তাদের চাহিদা তত বেশি। তবে যারা রাতারাতি আয়ের কথা ভাবছেন তাদের জন্য ওয়েব ডিজাইন নয়। কারণ পূর্ণাঙ্গ ওয়েব ডিজাইনার হতে হলে আপনাকে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রীপ্ট, জেকিউরী, বুটস্ট্রাপ ইত্যাদি, এবং পিএসডি টু এইচটিএমএল এর জন্য কিছুটা ফটোসপের কাজ জানতে হবে। এসব ভাষা শিখা কঠিন কিছু নয় কিন্তু অত্যান্ত ধৈর্যের সহিত আপনাকে অগ্রসর হতে হবে। আমরা আমাদের শিক্ষা জীবনে যদি ১৫-২০ বছর বিনা দ্বিধায় পার করতে পারি তাহলে এত সুন্দর একটা ক্যারিয়ার এর জন্য কেন এত তাড়াহুড়া করব। ওয়েব ডিজাইন শিখতে কতদিন লাগবে তা নির্ধারণ করবে আপনার নিজস্ব মেধা আর স্বরণশক্তির উপর। তবে মেহনত করলে বেশি সময় লাগার কথা না।
Markup School এর শিক্ষকেরা যত সহজে টিউটোরিয়াল করেছেন, আপনি মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখে নিয়মিত প্রেক্টিস করলে আশা করি অল্প সময়ে আপনি এই ভাষা গুলোর উপর দক্ষতা অর্জন করতে পারবেন।
অধিকাংশ মানুষ নিজেকে ছোট করে দেখে। এটা ঠিক নয়। মনে রাখবেন, সবসময়ই আপনার চিন্তা ভাবনার চেয়ে অধিক ক্ষমতা আপনার আছে। অনুশীলন আপনার যেকোনো বিষয়ে দক্ষতা বাড়াতে পারে। সুতরাং বিভিন্ন ডিজাইন তৈরির মাধ্যমে আপনি যা শিখছেন তা অনুশীলন করতে থাকুন। কোড লিখার সময় কিছুতেই ভয় পাবেন না। মনে রাখবেন ভুল থেকেই মানুষ শিক্ষা অর্জন করে। আর আপনি কেন ওয়েব ডিজাইন শিখবেন ! এটার বর্তমান এবং ভবিশ্যৎ কেমন নিচে বিস্তারিত ভাবে দেখনো হয়েছে।
কেন ওয়েব ডিজাইনকে ক্যারিয়ার হিসেবে বেছে নিবেন
বর্তমানে ফ্রিল্যান্স মার্কেটপ্লেস গুলোতে ক্রিয়েটিভ ওয়েবসাইট ডিজাইন করার জন্য প্রতিটি সাইটে ২০০ ডলার থেকে দুই হাজার ডলার পর্যন্ত পাওয়া যায়। আমাদের দেশে ওয়েবসাইট ডিজাইনের জন্য প্রচুর আগ্রহী শিক্ষার্থী থাকলেও প্রয়োজনীয়সংখ্যক এবং মানসম্মত প্রশিক্ষণের জন্য প্রতিষ্ঠান নেই।
অনলাইনে কাজের কোনো শেষ নেই। বরং ওয়েবসাইট ডিজাইনারের সংকট রয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশিদের কাজেরও তাই সম্ভাবনা অফুরন্ত। তবে দুঃখজনক হচ্ছে, আমরা চাইলেও ভালো কোনো প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিতে পারি না। হাতে গোনা কয়েকটি মানসম্মত প্রতিষ্ঠান থাকলেও এগুলো আবার শহরভিত্তিক। তাই মফস্বলের কেউ এ সুযোগগুলো পায় না। আমরা আশা করছি, Markup School আপনাকে আপনার স্বপ্ন পূরণে অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করবে।
এক হিসেব অনুযায়ি, প্রতি মাসে প্রায় ১মিলিয়ন ওয়েবসাইট অনলাইনে যুক্ত হচ্ছে। সেখানে প্রথমেই দেখা যাচ্ছে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট সম্পর্কিত কাজ ।
সেখানে কাজের চাহিদা অনুযায়ি রিপোর্ট করা এমন প্রথম স্থানে রয়েছে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট। অথচ
মজার বিষয় হচ্ছে কাজ সবচাইতে বেশি ওয়েব প্রোগ্রামিং সম্পর্কিত হলেও সারাবিশ্বে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট জানা লোক গ্রাফিক ডিজাইনার কিংবা এসইও জানাদের তুলনায় অনেক কম। আর এ বিশাল কর্ম ঘাটতির সত্যতা চোখে পড়ে যখন মার্কেটপ্লেসে এ সম্পর্কিত জব অফারগুলো দেখি। একটা এসইও সম্পর্কিত জব কিংবা গ্রাফিকস সম্পর্কিত কাজের জন্য যতটা আবেদন জমা পড়ে ওয়েব প্রোগ্রামিং/ ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট সম্পর্কিত কাজের জন্য তার তুলনায় অনেকগুন কম আবেদন জমা পড়ে। যেখানে কাজ সবচাইতে বেশি কিন্তু কাজ করার জন্য আবেদন পড়ে অনেক কম, সেখানে কাজ পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি হবে, এটাতো আমরা খুব সহজেই বুঝতে পারি।
YAHOO এর করা একটি জরিপ থেকে দেখা যায় প্রতি মাসে শুধুমাত্র আমেরিকাতেই এক কোটি ষাট লাখেরও বেশি ওয়েবসাইট তৈরী হয়ে থাকে। যার ৭০% এর বেশি কাজ করা হয় কোন না কোন ওয়েব ডিজাইনার বা ডেভেলপমেন্ট হায়ার করে। যার মার্কেট ভেলু ২০.১ বিলিয়ন মার্কিন ডলার। শুনতে অবাক লাগলে এটা সত্য যে দিন দিন এর চাহিদা বেড়েই চলছে।
আমাদের দেশে বিগত কয়েক বছর ধরে ইন্টারনেট সুযোগ সুবিধা পাচ্ছি তাও শতভাগ বলা যাবে না। এর পরেও ইন্টারনেট ব্যবহার ক্রমাগত বাড়ছে। আমরা এমন একটা দিনের স্বপ্ন দেখছি যখন আমদের দেশ উন্নত দেশগুলোর মত শতভাগ ইন্টারনেট সুবিধা পাবে তখন সবাই জানবে ওয়েব সাইট কি? ওয়েব সাইট থেকে কি কি সুবিধা পাওয়া যায়। তখন অবশ্যই আমাদের দেশেও ওয়েব ডেভেলপমেন্ট এর চাহিদা প্রচুর হয়ে যাবে। আমাদের বর্তমান সরকার ফ্রিল্যান্সের উপর গভীর মনোযোগ দিয়েছেন। বিশেষ করে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট বিষয়ে স্কুল কলেজের পাঠ্যসুচীতে সংযোগ করেছেন। আমি আশা করছি আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্য বাংলাদেশ ফ্রিল্যান্সীং জগতে ভারত এবং চাইনার মত উন্নতি করবে ইনশা-আল্লাহ।

রঙ করা শিখুন

এইচটিএমএল আইকন

ওয়েবের যত ফন্টস

সিএসএস এনিমেশন

হরেক রকম মেনু

সিএসএস নকশা
