জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল (JavaScript Tutorials)
জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটি ক্লাইন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ বা ব্রাউজার স্ক্রিপ্টিং ভাষা। সহজ করে বলতে গেলে, জাভাস্ক্রিপ্ট হচ্ছে ওয়েব অথবা এইচটিএমএল এর জন্য এমন একটি প্রোগ্রামিং ভাষা যার ব্যবহারের মাধ্যমে এইচটিএমএল এর যে কোন কন্টেন্টকে ইচ্ছে মোতাবেক পরিচালিত করতে পারেন। এতে রয়েছে ডেটা টাইপ, অপারেটর, গুরুত্বপূর্ণ কিছু অবজেক্ট, ওয়েব পেজের জন্য প্রয়োজনীয় ফাংশন মেথড ইত্যাদী।
বিস্তারিত ভিডিও সহ দেখুন
এই সিরিজে যা যা থাকছে
এই সিরিজে জাভাস্ক্রিপ্ট ব্যবহারের নিয়ম সহ জাভাস্ক্রিপ্টের ভ্যালু, নাম্বর, স্ট্রিং, বুলিয়ান, অবজেক্ট, ফাংশন নিয়ে আলোচনা করা হয়েছে। ভ্যারিয়েবল ডিক্লেয়ার ও ব্যাবহার করা, মডার্ন জাভাস্ক্রিপ্টের লেট ও কনস্ট্যান্ট নিয়ে বিস্তারিত ভাবে বুঝানো হয়েছে। এছাড়াও নাম্বার ও ফ্লোটিং পয়েন্ট নাম্বর, নাম্বরের ব্যবহার, স্ট্রিং, স্ট্রিং ফাংশন ও টেম্প্লেট স্ট্রিং অপারেটর ও এদের ব্যাবহার, জাভাস্ক্রিপ্টে ট্রু, ফল্স ভ্যালু, বুলিয়ান এবং কন্ট্রোল স্টেটমেন্ট নাল, আনডিফাইন্ড, লুপ সহ জাভাস্ক্রিপ্টে ফাংশন ভ্যারিয়েবলের স্কোপ , এ্যারো ফাংশন এবং ডিক্লেরেশন হয়েস্টিং অবজেক্ট অরিয়েন্টেড জাভাস্ক্রিপ্ট, ক্লাস ও কনস্ট্রাকটর, জেসন ও জেসন স্ট্রিং, কনস্ট্রাক্টার নিয়ে ও বিস্তারিত আলোচনা করা হয়েছে। আরো অনেক কিছুই আর্টিকেল, ভিডিও, উদাহরণ সহ দেখানো হয়েছে। এছাড়াও এডিট করে ফলাফল দেখার সুযোগ রয়েছে প্রতিটি টিউটোরিয়ালে। আশা করছি সবাই এই সিরিজ'টি ফ্রেস মাইন্ডে উপভোগ করতে পারবেন।
Keep Your Ads Here...
ঐতিহাসিক কালার থিওরি

এইচটিএমএল আইকন

ওয়েবের যত ফন্টস

সিএসএস এনিমেশন

হরেক রকম মেনু

রকমারি বাটন
